1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

৫ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে ডিএসইএক্স

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৯ Time View

টানা ছয় দিনেও চেহারা বদলায়নি পুঁজিবাজারের। সূচকের দরপতন অব্যাহত আছে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০ পয়েন্ট। নেমে এসেছে ৫ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার নিচে। অবস্থান করছে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে। এর আগে গত ২২ জুলাই সূচকটি ৫ হাজার পয়েন্টের নিচে নেমে গিয়েছিল।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) কমেছে ৮৯ পয়েন্ট।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৫ কোটি ৫১ লাখ টাকা, গতকালের চেয়ে যা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৯৪ কোটি ৮২ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টির। কমেছে ১৬৬টির। দর অপরিবর্তিত আছে ৫৩টির।

আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—মুন্নু সিরামিকস, স্টাইল ক্র্যাফট, রেনেটা, মুন্নু স্টাফলার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ফরচুন, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক ও আইটি কনসালট্যান্ট লিমিটেড।

দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সি পার্ল, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ফোনেক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, ফরচুন, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নাভানা সিএনজি, কপার টেক, ঢাকা ইনস্যুরেন্স ও আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—রিলায়েন্স ওয়ান, গ্রামীণ ওয়ান স্কিম টু, সন্ধানী ইনস্যুরেন্স, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ার, মুন্নু সিরামিকস, আইসিবি এএমসিএল অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ও প্রাইম ফার্স্ট আইসিবিএ।

অন্যদিকে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১২৯টির। বেড়েছে ৮৯টির। দর অপরিবর্তিত আছে ৩৩টির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ