1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

জিডি করলেন শবনম ফারিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫ Time View

নিরাপত্তাহীনতায় ভুগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
মঙ্গলবার নগরীর পল্টন থানায় মেহেদী হাসান ফরহাদ নামে একজনকে অভিযুক্ত করে জিডি করেছেন তিনি। যার নম্বর ১৮৮।
পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, ‘অভিনেত্রী শবনম ফারিয়াকে তার ফেসবুকে নানাভাবে হুমকি দেীয়া হচ্ছে। এ জন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে গতকাল তিনি জিডি করেছেন, এ বিষয়ে তদন্ত চলছে।’
‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করছেন শবনম ফারিয়া, নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমিসহ বেশ কয়েকজন অভিনেত্রী-নির্মাতা। অনুষ্ঠানটিতে বিচারকদের আচরণ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। এ বিষয়টি কেন্দ্র করে কয়েক ব্যক্তি ফেসবুকে ফারিয়াকে হুমকি দিয়ে আসছিল বলে জানা যায়।
এ ছাড়া কয়েক দিন আগে এ অনুষ্ঠানের কিছু ছবি ও ফুটেজ মেহেদী হাসান ফরহাদ (ফ্রেন্ডস ফর লাইফ) নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। সঙ্গে যুক্ত করা হয় ফারিয়ার ব্যক্তিগত ফোন নম্বরটিও। এর পর থেকে অনবরত বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন আসতে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ