1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

বাজেটে শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে: ফারুক খান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ মে, ২০১২
  • ১০২ Time View

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, ‘সরকার বাজেটে শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছে। কারণ সোনার বাংলা গড়তে হলে শিক্ষার্থীদের সু-শিক্ষায় গড়ে তুলতে হবে। আর এসব শিক্ষার্থীর মধ্য থেকে দেশের জন্য যোগ্য নেতৃত্ব বের হয়ে আসবে।’

শনিবার সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলা পরিষদ হল রুমে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফারুক খান আরও বলেন, ‘দেশের অনেক স্কুল ও মাদ্রাসায় সঠিকভাবে শিক্ষাদান করা হয় না। সঠিকভাবে পাঠদানের জন্য আগামীতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হবে।’

ছাত্র-ছাত্রীদের ঠিকমতো পাঠদানের আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘সরকার আপনাদের বেতন দেন না। আপনাদের সম্মানী দেন। কারণ আপনারা সম্মানিত ব্যক্তিত্ব।’

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিযার মোস্তফা আনোয়ার, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোক্তার হোসেন মিয়া প্রমুখ।

পরে মন্ত্রী বাংলাদেশ ইসলামী ব্যাংকের অর্থায়নে মোট ৯৭ জন কৃতী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির চেক দেন।

এছাড়া মন্ত্রী মুকসুদপুর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আন্তঃইউনিয়ন টি-২০ ক্রিকেট এর ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ, মুহাম্মদ ফারুক খান বৃত্তি প্রদান অনুষ্ঠান, টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক মঞ্চস্থকৃত নাটক, দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির সঙ্গে মতবিনিময় এবং মুকসুদপুর কলেজের গভর্নিং বডির সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ