1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

দেশে কোনো খাদ্য সংকট নেই: আবদুর রাজ্জাক

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১
  • ১১৮ Time View

খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, এ মুহূর্তে আমাদের কোনো খাদ্য সংকট নেই। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে খাদ্য নিরাপত্তা যে কোনো মুহুর্তে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

রোববার রাজধানীর হোটেল রুপসী বাংলায় ন্যাশনাল ফুড পলিসি ক্যাপাসিটি স্ট্রেংদেনিং প্রোগ্রাম (এনএফপিসিএসপি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, ব্যুরো ও আমন মৌসুমে যথেষ্ট ধান উৎপাদন হয়েছে। তাই এ বছর চাল আমদানি করতে হবে না। তবে গম আমদানি করতে হবে। এবার সারের দামও বাড়বে না বলে তিনি জানান।

খাদ্যমন্ত্রী বলেন, গত তিন বছরে দেশের কোথাও মঙ্গা হয়নি। ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু এখনও সবার কাছে পুষ্টিসম্মত খাদ্য পৌঁছতে পারেনি।

খাদ্যমন্ত্রী বলেন, আগে দেশের বিভিন্ন অঞ্চলে অক্টোবর, নভেম্বর এবং জুলাই মাসে খাদ্য সংকট চরম আকার ধারণ করত। কিন্তু বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহণ করায় সে অবস্থা এখন আর নেই।

আব্দুর রাজ্জাক বলেন, কৃষি জমির পরিমাণ কমে যাওয়া, পানি সংকট, প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল অবস্থার চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।

কর্মশালায় খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আওয়াল হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের (এফএও) বাংলাদেশ প্রতিনিধি ডমিনিখ বার্জো, কাউন্সিলার অ্যান্ড হেড অব কো-অপারেশন মিলকো ভ্যানগোল, এনএফপিসিএসপি-এফএওর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার কিরোফিওরিলো, ইউএসএইডের মিশন ডাইরেক্টর রিচার্ড গ্রিন প্রমুখ।

ডমিনিখ বার্জো বলেন, ‘বিশ্বে নানা দেশে খাদ্যমূল্য বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা নিয়ে সারা বিশ্বই চিন্তিত।’

কর্মশালার আলোচনায় নীতিনির্ধারক ও সংশ্লিষ্টদের মধ্যে খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ