1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

আশরাফকে ত্রিশাল পৌর মেয়রের সোনার চাবি উপহার !

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মে, ২০১২
  • ৭৬ Time View

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে তিন ভরি ওজনের সোনার চাবি উপহার দিয়েছেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান।

অবশ্য মন্ত্রী ঘোষণা দেন, চাবিটি তিনি নিবেন না। চাবিটি স্থানীয় মুক্তিযোদ্ধাদের দিয়ে দেওয়া হবে। এ ঘটনায় দারুণ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী ত্রিশাল উপজেলার গো-হাটা এলাকায় ত্রিশাল পৌরসভার নব-নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষ্যে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সুধী সমাবেশের শুরুর দিকে ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান সৈয়দ আশরাফুল ইসলামকে ৩ ভরি ওজনের ওই সোনার চাবি উপহার দেন।

এ সময় ময়মনসিংহ-৭-ত্রিশাল আসনের সংসদ সদস্য রেজা আলী, জেলা প্রশাসক মোঃ লোকমান হোসেন মিয়া, জেলা পুলিশ সুপার মোঃ গোলাম কিবরিয়া, ময়মনসিংহ পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্দিন ধনু উপস্থিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন জানান, চাবিটি কমপক্ষে ৫ ভরি ওজনের। মন্ত্রীকে উপহার দেওয়ার জন্য সপ্তাহ খানেক আগে বাহির থেকে অর্ডার দিয়ে চাবিটি বানানো হয়েছে। তবে অনুষ্ঠান শুরুর আগেও বিষয়টি পৌরসভার কাউন্সিলরদের অনেকের কাছেই অজানা ছিল।

ত্রিশাল পৌরসভার কাউন্সিলর আব্দুল বাতেন বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে তিন ভরি ওজনের সোনার চাবি উপহার দেওয়া হয়েছে।’ এটা তার প্রতি পৌরবাসীর ভালবাসার ফল।

তবে এ বিষয়ে পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান বলেন, ‘মন্ত্রী সোনা দিয়ে তৈরী চাবিটি নেননি। চাবিটি আমার কাছে রেখে গেছেন। পরে মন্ত্রী মহোদয়ের কথামতো স্বর্ণের চাবিটি স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদকে পৌঁছে দেওয়া হবে।’

এদিকে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সাধারণত সৈয়দ আশরাফুল ইসলামকে এ ধরণের কোনও উপহার কেউ দেবার সাহস পায় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ