1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

বাবা–মা হলেন ইরেশ–মিম দম্পতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৩৩ Time View

‘স্বাগতম মেহা রশীদ যাকের। আজ বুধবার সকাল সোয়া ১০টায় এই পৃথিবীতে এসেছে। মা ও নবজাতক দু’জনেই সুস্থ রয়েছেন। সবাই আমার রাজকন্যার জন্য দোআ করবেন।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এভাবেই নিজেদের প্রথম সন্তানের সংবাদটি ভক্ত, বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করলেন অভিনেতা ইরেশ যাকের। যোগাযোগ করা হলে তিনি খবরটি নিশ্চিত করেন। তিনি বাবা হয়েছেন, দাদা–দাদি হয়েছেন আলী যাকের ও সারা যাকের। খালা হয়েছেন অভিনেত্রী মিথিলা।

প্রথমবার বাবার হওয়ার অনুতূতি জানতে চাইলে ইরেশ যাকের কিছুক্ষণ হাসলেন। বললেন, ‘এই অনুভূতি ব্যক্ত করার মতো। বাচ্চার মা আছে পোস্ট অপারেটিভে, বাচ্চা আছে নার্সারিতে। ক্ষণে ক্ষণে অনুভূতি চেঞ্জ হচ্ছে। একবার কান্না আসছে, আরেকবার হাসি। কেমন যে লাগছে বোঝাতে পারব না!’ ইতিমধ্যে নামও ঠিক হয়েছে বলে জানালেন ইরেশ যাকের। বাংলা বানান বলে নামটিও জানালেন, মেয়ের নাম রাখা হয়েছে মেহা রশীদ যাকের। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন ইরেশ। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগির মা–মেয়েকে একসঙ্গে কেবিনে আনা হবে।
গত বছরের ২ ফেব্রুয়ারি তাঁদের গায়েহলুদ ও ৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মা–বাবার পথ ধরেই ইরেশ যাকের কাজ শুরু করেন ছোট পর্দায়। পাশাপাশি বড় পর্দায়ও দেখা গেছে তাঁকে। ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর মিম মূলত ক্যামেরার পেছনে কাজ করেন। তিনি ছোট পর্দার অভিনেত্রী মিথিলার ছোট বোন।

বলা চলে, দেশে অন্যতম বড় তারকা পরিবারে জন্ম হলো মেহার। তার দাদা-দাদি দুই জনপ্রিয় অভিনয়শিল্পী দম্পতি আলী যাকের-সারা যাকের। খালা ছোট পর্দার অভিনেত্রী মিথিলা। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন ইরেশের স্ত্রী মিম ও মেয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ