আবারও অনশণে যাচ্ছেন আন্না হাজারে

আবারও অনশণে যাচ্ছেন আন্না হাজারে

আবারও অনশণ করতে যাচ্ছেন ভারতের বর্ষীয়ান গান্ধীবাদী নেতা আন্না হাজারে। শক্তিশালী লোকপাল বিল এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে এই অনশণ শুরু করতে যাচ্ছেন বলে জানান আন্না হাজারে।

ক্ষমতা এবং অর্থের বিষে ভারতের সরকার জর্জরিত এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা মানে এখন ভারতের দ্বিতীয় স্বাধীনতার জন্য যুদ্ধ বলে মন্তব্য করলেন আন্না।

অনশণ করতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আন্না বলেন, ‘আমাদের স্বাধীনতার জন্য অনেক শহীদ তাদের মূল্যবান প্রান দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা স্বাধীনতার স্বাদ পাইনি। এই দেশে কে স্বাধীনতা পেয়েছে? আর স্বাধীনতাই বা কি এখানে? দুর্ণীতি এখন সর্বত্র বিরাজ করছে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ভারতের স্বাধীনতার জন্য দ্বিতীয় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত না দুর্ণীতিকে সমূলে উৎপাটন করা না যায় ততক্ষণ পর্যন্ত এটা অনেক দীর্ঘ এক যুদ্ধ। অনেক মানুষকেই আবারও কারাগারে যেতে হবে। অনেককে লাঠিচার্জের শিকার হতে হবে। এমনকি অনেককে জীবন দিতেও হতে পারে। যতক্ষণ পর্যন্ত না আমরা ত্যাগ স্বীকার না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা স্বাধীনতা পাব না।’

দিল্লির উদ্দেশ্যে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আন্না তার সমর্থকদের নিয়ে যন্তর-মন্তরে দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের শক্তিশালী আইন করার দাবি জানান।

সরকারকে উদ্দেশ্যে করে আন্না বলেন, ‘ক্ষমতা এবং অর্থের কারণে সরকার বিষাক্ত হয়ে গিয়েছে। সরকার এখন অর্থ আর ক্ষমতা ছাড়া কিছুই দেখছে না। তারা ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর মতো শহীদদের আত্মত্যাগকে ভুলে গিয়েছে। সরকার এখন একজন অসচেতন মাতালের মতো চলছে।’

আন্তর্জাতিক শীর্ষ খবর