1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

‘রূপপুর বালিশ দুর্নীতিতে ৩৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ২০ Time View

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে আলোচিত ‘বালিশ দুর্নীতি’র ঘটনায় ৩৪ জন কর্মকর্তাকে দায়ী করে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। আজ বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ‘বালিশ দুর্নীতি’র ঘটনায় দুটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। দুটি কমিটির প্রতিবেদন পর্যালোচনায় আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, ৩৪ জন কর্মকর্তা বা ব্যক্তি ওই ঘটনায় নানা অনিয়ম ও দু্র্নীতির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তিনি বলেন, এর মধ্যে চার কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের। তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই মন্ত্রণালয়কে লিখেছি।

গণপূর্তমন্ত্রী আরো বলেন, আমাদের মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন্যস্ত দপ্তরের কর্মকর্তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তা এরইমধ্যে এলপিআর (অবসরোত্তর ছুটি) বা অবসরে গেছেন। একজন অবসরে আর তিনজন পিআরএলে রয়েছেন। তাঁদের ক্ষেত্রে ভিন্ন আইনি ব্যবস্থা হবে। যেহেতু তাঁরা দায়িত্বে নেই। এ জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগকে আইনি ব্যবস্থা নিতে বলেছি।

রেজাউল করিম বলেন, যারা চাকরিতে রয়েছেন গুরুতর অভিযোগের কারণে তাদের ১৬ জনকে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। অপর ১০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় মামলার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ