1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

‘অসুর’ ছবি দিয়েই শুটিং ফ্লোরে ফিরছেন নুসরাত জাহান

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৩৩ Time View

লোকসভা নির্বাচন শেষে করে বসিরহাটের তৃণমূলের সাংসদ হিসেবে শপথ নিয়েছেন নুসরাত জাহান। এর পরই গত মাসে তুরস্কের বোদরুমে সেরে এসেছেন স্বপ্নের বিয়ে। শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিন জৈনের ঘরণী তিনি। আর এবার সব কাজ শেষ করে সিনেমায় ফিরছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সবকিছুর সঙ্গে বিতর্কের মাঝেই আবারও শুটিং ফ্লোরে ফিরছেন নুসরাত জাহান। বিয়ের পর এটাই তার প্রথম ছবি। তাও যে সে ভেঞ্চার নয়। জিতের বিপরীতে দেখা যেতে চলেছে তাকে। জিতের ‘অসুর’ ছবিতে দেখা যেতে চলেছে এ নায়িকাকে। ভারতের চিত্রকলা ও স্থাপত্যের মায়েস্ট্রো রামকিঙ্কর বেইজকে সম্মান জানানো হচ্ছে এই ছবির মাধ্যমে। আর নুসরাত ছাড়াও সামনাসামনি হচ্ছেন জিৎ ও আবির চট্টোপাধ্যায়। পাভেলের পরিচালনায় অগাস্টেই শুরু হওয়ার কথা ছবির শুটিং। অনেক আগেই এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন পাভেল। এই বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা এই ‘অসুর’-এর।

পরিচালক পাভেলের কথায়, ‘কিগন (জিৎ), বোধি (আবির) ও অদিতি (নুসরাত); এই তিনজন বন্ধুর গল্প। এরই মধ্যে ওয়ার্কশপ শুরু হয়েছে, অনেকদিন মহড়া চলবে। অসুরের সঙ্গীতপরিচালনার দায়িত্বে আছেন নচিকেতা, অমিত ও ইশান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ