1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

পোষা প্রাণীকে প্রথম গ্র্যামি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৩১ Time View

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি। দিনটা মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে চাইলে ক্যালেন্ডারে দাগিয়ে রাখতে পারেন। কারণ, সেদিন ঘোষণা এল, জীবনের প্রথম গ্র্যামি পুরস্কারটা তিনি পেয়েই গেছেন। আর তা জিতেছেন বেস্ট পপ অ্যালবাম ক্যাটাগরিতে, ‘সুইটনার’ অ্যালবামের জন্য। পুরস্কার ঘোষণার পাঁচ মাস পর গত মঙ্গলবার এই পপ তারকা অবশেষে পেলেন সেই ধাতব গ্রামোফোনের সম্মানজনক স্পর্শ। ই–অনলাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, এই পুরস্কার হাতে পেয়ে আয়িয়ানা গ্র্যান্ডে খুবই উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে গ্র্যামি হাতে ছবি তুলে শেয়ার করেছেন। আর ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘ভাগ্যিস, মেইলটা চেক করেছিলাম।’ যেন তাঁকে মেইলে এই পুরস্কার পাঠানো হয়েছে! সেই ছবিতে লাইক পড়েছে প্রায় চার লাখ! আর এ পর্যন্ত প্রায় ৩০ হাজার ভক্ত সেখানে মন্তব্য করে অভিনন্দন জানিয়েছেন আরিয়ানা গ্র্যান্ডেকে।

আরিয়ানা গ্র্যান্ডের হাতে প্রথম গ্র্যামি গর্বিত করেছে তাঁর ম্যানেজার স্কুটার ব্রনকে। গ্র্যামি হাতে আরিয়ানা গ্র্যান্ডের সঙ্গে নিজের একটা ছবি শেয়ার করে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। লিখেছেন, ‘ছবিটা একটা পরিবার। আরিয়ানা, গ্র্যামি আর আমি। আমিই এটি ওর কাছে পৌঁছে দিলাম। আর এটি আমার এ সপ্তাহের সবচেয়ে গর্বিত মুহূর্ত। এ সপ্তাহে আর কোনো কিছুই আমাকে এর চেয়ে বেশি খুশি করতে পারবে না। এই পুরস্কারের জন্য ও সবচেয়ে যোগ্য। আর এভাবে ওর মহাকাব্যের প্রথম অধ্যায় লেখা হলো।’

২৬ বছর বয়সী মার্কিন সংগীতশিল্পী, গীতিকার ও অভিনয়শিল্পী আরিয়ানা ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ব্যস, দিলে তো আমার মজার ক্যাপশনের বারোটা বাজিয়ে।’

এই তো গেল ছবির খবর। এর কিছুক্ষণ পর আরিয়ানা একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, এই সুখের মুহূর্ত তিনি ভাগ করে নিয়েছেন নিজের পোষা প্রাণীর সঙ্গে। পিগিকে অ্যাওয়ার্ডটি দেখিয়ে তিনি বলছেন, ‘পিগি, দেখো, তোমার জন্য কী এসেছে।’ আর এই ভিডিও এখন পর্যন্ত পছন্দ করেছে প্রায় ২২ লাখ ভক্ত!

আরিয়ানার সময় কাটছে রোলার কোস্টারের মতো। ভালো–মন্দ মিলিয়ে—এই হয়তো উঁচুতে উঠছেন, আবার পরক্ষণেই শাঁই করে নিচে নামিয়ে দিচ্ছে কোনো খারাপ খবর। গত বছর ২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আরিয়ানার কনসার্টে আত্মঘাতী হামলা হয়। তাতে নিহত হন ২২ জন। আহত হন ৬৪ জন। এ ঘটনায় স্তব্ধ হয়ে যায় সংগীতবিশ্ব।

সে ঘটনার শোককে শক্তি করে এগিয়েছেন আরিয়ানা। তবে গত সপ্তাহ ভালো কেটেছে এই মার্কিন পপ তারকার। মহাকাশ নিয়ে আরিয়ানার আগ্রহ আর ভালোবাসা সব সময় প্রকাশ পেয়েছে তাঁর গানে, গানের ভিডিওতে। এমনকি মহাকাশ নিয়ে গানও লিখেছেন। সেই ভালোবাসা নাসার চোখ এড়ায়নি। তাই নাসা তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন মহাকাশভ্রমণের অভিজ্ঞতা নেওয়ার জন্য। আর সত্যিকারের স্পেস স্যুট পরে আরিয়ানা ঘুরে দেখেছেন জনসন স্পেস সেন্টার।

সম্প্রতি ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুট করেছেন তিনি। সেখানে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন মার্কিন কমেডিয়ান ও অভিনয়শিল্পী পিট ডেভিডসনের সঙ্গে বাগদান ভাঙার বিষয়ে। সাবেক প্রেমিক ম্যাক মিলারের আকস্মিক মৃত্যুর বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া ওই সাক্ষাৎকারের শেষটা ছিল এমন, ‘আমি সবকিছু ছাপিয়ে নিজেকে কেবল এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মনোযোগী। আমার জীবনে যা কিছু চমৎকার, সেগুলো উদ্‌যাপন করছি। সেই সঙ্গে ট্রমাকে ভয় পাওয়া বন্ধ করেছি। কারণ, তারা সব সময় থাকবে। তাই ভয় পেয়ে লাভ কী? বরং সঙ্গে নিয়ে চলতে শিখছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ