1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

দেশে ‘সফলতা’র পর যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে আব্বাস!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৩২ Time View

আব্বাস নিয়ে উচ্ছ্বসিত নিরব। প্রথম সপ্তাহে চলচ্চিত্রটি যে ক’টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ সফলভাবেই চলেছে। দেখেছেন দর্শকেরা। এমনটাই জানালেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে এবার চলচ্চিত্রটি দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে এমন খবর এসেছে। আব্বাস চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। প্রবাসীদের দাবির কারণেই শিগগির এটি সেখানে মুক্তির প্রক্রিয়া শুরু হচ্ছে।

এ বিষয়ে নিরব কোনোকিছু বলতে রাজি হননি, এমনকী বিষয়টির সত্যতা সম্পর্কে নাকচ করে দেননি। তিনি বলেন, ‘সময় হলেই সব জানা যাবে, এখন তো আমার কাছে বলার মতো কিছু নেই।’

সূত্রটি জানিয়েছে আব্বাস যুক্তরাষ্ট্রে আগামী আগস্টে মুক্তি পাবে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে মুক্তি পাবে। দিনে দু’টি করে শো চলবে বলেও জানিয়েছে সূত্রটি।

বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষেত্রে অধিকাংশ সময়ই উৎসব পার্বনে মুক্তি পাওয়া সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা আলোচনায় আসতে দেখা যায় না। অনেক দিন পরেই এর ব্যাতিক্রম ঘটলো সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমাটির ক্ষেত্রে। মুক্তির আগেই ছবিটির ট্রেলার ও গান ছবিটির প্রতি দর্শকের আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছিলো।

বিশেষ করে ছবিটিতে পুরান ঢাকার আঞ্চলিক ভাষার ব্যাবহার ও নিরবের লুক আগ্রহী করে দর্শকদের। গত ৫ জুলাই সারাদেশে মুক্তি পাওয়া ‘আব্বাস’ দ্বিতীয় সপ্তাহেও বেশ কিছু সিনেমা হলে চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ