1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

এপ্রিলেই বিয়ে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৩১ Time View

স্টার ওয়ার্ল্ডে সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অর্জুন কাপুরের কাছে সঞ্চালক করণ জোহর জানতে চান, ‘অর্জুন, আপনি সিঙ্গেল?’ জবাবে অর্জুন কাপুর বললেন, ‘না, আমি সিঙ্গেল না।’ তিনি বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এখানেই শেষ নয়, পরের প্রশ্ন, ‘নতুন সঙ্গিনীর সঙ্গে আপনার পরিবারকে পরিচয় করিয়ে দিতে চান, আপনি তৈরি?’ অর্জুন কাপুর বললেন, ‘হ্যাঁ, আমি তৈরি।’ এরপর মুখ খুলেছেন মালাইকা অরোরা। একই অনুষ্ঠানে করণ জোহর তাঁকে প্রশ্ন করেন, এ বছরের সেরা পুরুষ পারফর্মার কে? অনুষ্ঠানের অন্যতম অতিথি কিরণ খের বললেন, ‘অর্জুন কাপুর।’ পাশে বসে ছিলেন মালাইকা অরোরা। তিনি বলেন, ‘আমিও অর্জুনকে খুব পছন্দ করি, এভাবে হোক কিংবা ওভাবে।’ তখন পাশে বসে থাকা সব অতিথি একসঙ্গে বলে উঠলেন, ‘ও!’

এবার শোনা যাচ্ছে, অর্জুন কাপুর ও মালাইকা অরোরা বিয়ে করছেন। তারিখও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১৯ এপ্রিল নাকি খ্রিষ্টান রীতিতে তাঁরা বিয়ে করবেন। যেহেতু অর্জুন কাপুরের পরিবার পাঞ্জাবের। তাই বিয়ের অন্যান্য অনুষ্ঠান হবে পাঞ্জাবি রীতিতে। ‘স্পট বয়’ থেকে এই খবর জানা গেছে। যদিও চার্চে গিয়ে বিয়ের কথা অস্বীকার করেছেন মালাইকা। তিনি বলেছেন, এটা পুরোটাই সংবাদমাধ্যমের প্রচার। আর অর্জুন কাপুর বার্তা সংস্থা আইএএনএসকে বলেছেন, ‘যখন বলার মতো কোনো ঘটনা ঘটবে, আমি নিশ্চয়ই আপনাদের জানাব।’
এদিকে স্পট বয় আরও জানিয়েছে, অর্জুন কাপুর ও মালাইকা অরোরার বিয়েতে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য আর তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। উপস্থিত থাকবেন কারিশমা কাপুর, কারিনা কাপুর খান, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। যাঁদের আমন্ত্রণ জানানো হচ্ছে, তাঁদের এই বিয়ের ব্যাপারটি ‘অত্যন্ত ব্যক্তিগত’ রাখার জন্য অনুরোধ করেছেন মালাইকা অরোরা। এরই মধ্যে মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসারকে বিয়ের আগেই উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। তবে এই বিয়ের ব্যাপারে কোনো কথা বাইরে না বলার জন্য তাঁদের কড়াভাবে নিষেধ করা হয়েছে। আরও জানা গেছে, বিয়েতে তেমন রাজকীয় আয়োজন করা হবে না।

এক সাক্ষাৎকারে ‘আবারও বিয়ে’ নিয়ে প্রশ্ন করা হলে মালাইকা অরোরা বলেন, ‘আমার ধারণা, প্রত্যেকেই জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান। সবাই চান ভালোবাসা খুঁজে পেতে, জীবনসঙ্গীকে খুঁজে পেতে। যিনি পান, তিনি অবশ্যই ভাগ্যবান। আমার জীবনে দ্বিতীয়বার খুশি হওয়ার সুযোগ এসেছে। কেউ সারা জীবন একা থাকতে চান না। আমার চারপাশে যাঁরা আছেন, তাঁরা সবাই আমাকে এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছেন।’

অনেক দিন থেকেই অর্জুন কাপুর ও মালাইকা অরোরাকে একসঙ্গে দেখা যাচ্ছে। প্রায়ই তাঁরা একজন আরেকজনের হাত ধরে রাখেন।

মালাইকা অরোরার সঙ্গে সালমান খানের ভাই আরবাজ খানের বিয়ে ভাঙার অন্যতম কারণ অর্জুন কাপুর, এমনটাই মনে করেন অনেকে। আরবাজ খানের সঙ্গে দাম্পত্যের সম্পর্কে থাকার সময়ই নাকি অর্জুন কাপুরের সঙ্গে পরকীয়া শুরু হয় মালাইকার। সেই ঘটনার পরিণতিতে আরবাজ আর মালাইকার বিবাহবিচ্ছেদ ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ