1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

শাহরুখের বোন অ্যাসিড আক্রান্ত!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৪২ Time View

বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা শাহরুখ খানের বোন অ্যাসিড আক্রান্ত। খবরটি শুনে আপনি অবাক হয়েছেন? অবাক হওয়ার মতো খবরই বটে! ‘মীর ফাউন্ডেশন’ নামে শাহরুখ খানের একটি দাতব্য প্রতিষ্ঠান রয়েছে। ২০১৭ সালে এর কার্যক্রম শুরু হয়। অ্যাসিড হামলার শিকার এবং যেকোনো কারণে পুড়ে যাওয়া নারীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। আহত সেসব নারীর প্রয়োজনীয় সব চিকিৎসা, আইনি সহায়তা, কারিগরি শিক্ষা প্রদান, পুনর্বাসন ও উদ্দীপ্ত করার জন্য নানা পরামর্শ দেওয়া হয়। অ্যাসিড আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। জানা গেছে, শাহরুখ খান মীর ফাউন্ডেশন পরিচালিত আবাসনে থাকা প্রত্যেক অ্যাসিড আক্রান্ত মেয়েকে ‘নিজের বোন’ বলে মনে করেন। তাঁদের সঙ্গে বড় ভাইয়ের মতো আচরণ করেন।

গতকাল বৃহস্পতিবার অ্যাসিড আক্রান্ত মেয়েদের সঙ্গে সারা বিকেল কাটালেন শাহরুখ খান। তিনি নাকি এই প্রোগ্রাম আগে থেকেই স্থির করেছিলেন। এই লড়াকু বোনদের কাছ দেখে দেখেছেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন, নানা বিষয়ে পরামর্শ দিয়েছেন। এরপর তাঁর টুইটার অ্যাকাউন্টে সবার উদ্দেশে দিয়েছেন এক বিশেষ বার্তা। লিখেছেন, ‘সবাইকে অনুরোধ, ঈশ্বরের কাছে আমার এই বোনদের জন্য প্রার্থনা করুন।’

এর আগে ২০১৭ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া বক্তৃতায় শাহরুখ খান বলেন, ‘আমি আমৃত্যু অ্যাসিড আক্রান্তদের পাশে থাকব। অ্যাসিড আক্রান্তদের সাহায্য করব। শুধু তা-ই নয়, আমার মৃত্যুর পর মেয়ে সুহানা যাতে ওই দায়িত্ব পালন করে, সে ব্যবস্থাও করে যাব।’

ভারতে কয়েকটি ক্যানসার নিরাময় কেন্দ্রে নিয়মিত অর্থ সহায়তা দিয়েছেন শাহরুখ খান। তবে এরপর সমাজের অ্যাসিড আক্রান্ত নারীদের জন্য কাজ করার ঘোষণা দেন। এ কাজের জন্য শাহরুখ খানের দাতব্য প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশন ও ভোগ ম্যাগাজিন একটি চুক্তি করেছে। এই দুটি প্রতিষ্ঠান যৌথভাবে অ্যাসিড আক্রান্ত নারীদের চিকিৎসা ও আইনি সহায়তা দিচ্ছে। এ উদ্যোগ নেওয়ার ব্যাপারে শাহরুখ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘সৌন্দর্য কেবল গায়ের চামড়ায় থাকে না। মানুষের অভ্যন্তরীণ সৌন্দর্য মূল শক্তি। সেই শক্তিকে আমাদের তুলে ধরতে হবে।’

শাহরুখ খান বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডের ‘কিং খান’ হওয়ার আগে তাঁকে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিন কাটাতে হয়েছে। তাই দারিদ্র্যের যন্ত্রণা ভালোই অনুভব করতে পারেন তিনি। এ জন্য সব সময় সুবিধাবঞ্চিত মানুষের সেবা করার চেষ্টা করেন। মানবসেবায় অবদানের জন্য ২০১৮ সালের জানুয়ারি মাসে বিশ্ব অর্থনীতি ফোরাম সম্মেলনে শাহরুখ খানকে ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এই পুরস্কার পাওয়ার পর গত বছর ২২ জানুয়ারি টুইটারে শাহরুখ লিখেছেন, ‘২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি সম্মানিত।’

এদিকে বিশ্ব থিয়েটার দিবস উপলক্ষে গত বুধবার শাহরুখ খান ইনস্টাগ্রামে স্ত্রী গৌরী খানের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গৌরীর সঙ্গে থাকা মানে মঞ্চে থাকা। চারপাশে এত আলো যে আমি আর কিছুই দেখতে পাই না। সব সময় অজানাকে জানার ইচ্ছা আর তাঁর চারপাশে ঘিরে রয়েছে শুধু মজা আর আনন্দ। এমন পরিবেশে আপনি তো অভিনেতা হয়ে উঠবেনই।’

শাহরুখ খান আর গৌরীর বিয়ে হয়েছে ১৯৯১ সালে। তাঁদের তিন ছেলেমেয়ে—বড় ছেলে আরিয়ান (২১), মেয়ে সুহানা (১৮) এবং ছোট ছেলে আব্রাম (৫)। আরিয়ান ও সুহানা পড়াশোনার প্রয়োজনে বিদেশে আছেন। আব্রাম মুম্বাইয়ে বাবা-মায়ের কাছে থাকে। গৌরী খান শুধু একজন চলচ্চিত্র প্রযোজকই নন, তিনি ইন্টেরিয়র ডেকোরেটরও। বলিউডের প্রথম সারির অনেক তারকার বাড়ি সাজিয়েছেন তিনি। সেই তালিকায় আছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ, রণবীর কাপুর, করণ জোহর। অর্থ এবং স্যাঞ্চোস নামে মুম্বাইয়ের দুটি রেস্তোরাঁর ইন্টেরিয়র ডিজাইন তিনিই করেছেন।

আরও সংবাদ
বিষয়:

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ