1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

বিয়ের আগেই বিয়ের পরের ঘোরাঘুরি!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৩২ Time View

আলিয়া ভাটের জন্মদিন ছিল ১৫ মার্চ। তার আগের দিন মাঝরাতে প্রেমিকাকে চমকে দিতে চুপিচুপি তাঁর বাসায় গিয়ে হাজির হন রণবীর কাপুর। এরপর সংবাদমাধ্যমসহ সবাই জানতে চেয়েছেন, জন্মদিনে প্রেমিক প্রেমিকাকে কী উপহার দিয়েছেন? এবার জানা গেছে, আলিয়া ভাটের জন্য রণবীর কাপুর একটি রোমান্টিক ট্রিপের পরিকল্পনা করেছেন। বিয়ের পরে নয়, বিয়ের আগেই তাঁরা এই সফর করবেন। ‘কলঙ্ক’ ও ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারণা শেষ হওয়ার পরই শুরু হবে আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে রণবীর কাপুরের এই ‘রোমান্টিক ট্রিপ’।

এবার প্রশ্ন, রোমান্টিক ট্রিপে বলিউডের জনপ্রিয় এই রোমান্টিক জুটি কোথায় যাচ্ছেন? এই দুই তারকার ঘনিষ্ঠজনদের কাছ থেকে সংবাদমাধ্যম জানতে পেরেছে, যুক্তরাষ্ট্রের কলোরাডোর অ্যাস্পেন মাউন্টেনের স্কি রিসোর্টে বেড়াতে যাচ্ছেন তাঁরা। সেখানে এই প্রেমিকযুগল একান্তে সুন্দর মুহূর্ত কাটানোর পরিকল্পনা করছেন। আলিয়া ভাটকে নিয়ে রণবীর কাপুরের বেড়ানোর এই পরিকল্পনা দেখে অনেকেই মন্তব্য করেছেন, এ তো তাঁদের বিয়ের আগেই বিয়ের পরের ঘোরাঘুরি!

বিটাউনে অলিগলিতে এখন আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে নানা গুঞ্জন। এ বছরই নাকি তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। তাই এবারের জন্মদিন আলিয়ার জন্য খুব বিশেষ ছিল। হবু স্ত্রীকে চমকে দিতে মাঝরাতে একটি লাল গাড়িতে চেপে রণবীর আলিয়ার বাড়িতে যান। গাড়ি থেকে নেমে তড়িঘড়ি করে রণবীর আলিয়ার বাসায় ঢোকেন। তবে শুধু রণবীর নন, গত বৃহস্পতিবার মধ্যরাতে আরও অনেকে চমকে দেন এই বলিউড সুন্দরীকে। মধ্যরাতে আলিয়া তাঁর প্রেমিক রণবীর কাপুর, মা সোনি রাজদান, পরিচালক ও প্রযোজক করণ জোহর, দুই ঘনিষ্ঠ বান্ধবী মাসাবা গুপ্তা আর আকাঙ্ক্ষার সঙ্গে জন্মদিনের প্রথম প্রহর উদ্‌যাপন করেন।

মাসাবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার জন্মদিন উদ্‌যাপনের ভিডিও এবং কিছু ছবি শেয়ার করেছেন। একটি ভিডিওতে দেখা গেছে, আলিয়ার চারপাশে পাঁচ-ছয়টা কেক আছে। আর এই বলিউড সুন্দরী দুটো হাত দিয়েই কেক কাটছেন। আর আলিয়ার জন্য সবাই বার্থডে গান গাইছেন। এই রাতে আলিয়া কালো রঙের ওয়ান পিসে আরও মোহময়ী হয়ে উঠেছিলেন।

শোনা যাচ্ছে, ঋষি কাপুর নিউইয়র্ক থেকে দেশে ফিরলেই ছেলে রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ে দেবেন। এখন ঋষি চিকিৎসার জন্য নিউইয়র্কে আছেন। এদিকে আলিয়া-রণবীর এখন ব্যস্ত তাঁদের আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারণায়। কিছুদিন আগে তাঁরা কুম্ভে গিয়ে এই ছবির লোগো উন্মোচন করেন। আলিয়া ও রণবীর ছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অমিতাভ বচ্চনকে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ