1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

দেশে ফিরেছে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ২০ Time View

সংযুক্ত আরব আমিরাত থেকে নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ দেশে ফিরে এসেছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৪তম ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন (আইডিএক্স-২০১৯) ও ৫ম নেভি ডিফেন্স এক্সিবিশনে সফলভাবে অংশগ্রহণ শেষে আজ মঙ্গলবার এ যুদ্ধজাহাজ দেশে পৌঁছেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মোংলার নৌ জেটিতে মোংলা নৌ অঞ্চলের কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট, কমডোর এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। এ সময় এ জাহাজে গমনকারী অফিসার ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম মহব্বত আলীর নেতৃত্বে বিভিন্ন পদবীর কর্মকর্তাসহ মোট ১৮৪ জন নৌসদস্য এই সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশের নৌবাহিনী জাহাজ, বিভিন্ন দেশের ১ হাজার ১০০টি নৌ সমরাস্ত্র কোম্পানি, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদগণ অংশগ্রহণ করেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সু-সম্পর্ক জোড়দার করতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এ প্রদর্শনীতে অংশগ্রহণের উদ্দেশ্যে জাহাজটি গত ২৪ জানুয়ারি মোংলার নৌ জেটি ত্যাগ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ