1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

একুশে হলের ভিপি, জিএস, এজিএস ছাত্রলীগের

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ১৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন ছাত্রলীগের মো. মেহেদী হাসান সুমন। এছাড়া জিএস এবং এজিএস পদেও ছাত্রলীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার রাতে হল প্রাঙ্গণে এ ফল ঘোষণা করা হয়। নির্বাচনে মেহেদী ৫৭৮ ভোট পেয়ে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান হাবীব ৫০৭ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে আলিফ আল আহমেদ ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তারা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী।

এর আগে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। তবে দুটি হলে চলে বিকেল ৫টা পর্যন্ত।

ডাকসু ও হল সংসদের নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে ও হলগুলোতে মোট ১৩টি পদে লড়ছেন সর্বমোট ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

এদিকে সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। এক পর্যায়ে দুপুরের দিকে ভোট বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবক’টি প্যানেলের প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ