ধর্মে সাম্প্রদায়িকতার স্থান নেই: প্রধান বিচারপতি

ধর্মে সাম্প্রদায়িকতার স্থান নেই: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো.মোজাম্মেল হোসেন বলেছেন, ধর্মে সাম্প্রদায়িকতার স্থান নেই। মানবকল্যাণই ধর্মের মূল বাণী। মানুষে মানুষে কিছু কিছু সমস্যা হচ্ছে। আর এটা হচ্ছে অপশক্তির কারণে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে বিজয়া পুনর্মিলনী-২০১১ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটির আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

প্রধান বিচারপতি আরও বলেন, ‘ধর্মের নামে শান্তির ব্যাঘাত করা হচ্ছে। যে শক্তি এ কাজ করছে সেটা হচ্ছে অপশক্তি। ধর্মের অনুসারীদের মধ্যে ঐক্যের বন্ধন না থাকলে সংঘাত সৃষ্টি হয়।’

তিনি সবাইকে ধর্মীয় গোঁড়ামি পরিহার করে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহবান জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন স্বামী অমেয়ানন্দ মাহারাজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিচারপতিসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শীর্ষ খবর