1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন

পাকিস্তানে ১৮২ মাদ্রাসা বাজেয়াপ্ত, নিয়ন্ত্রণ নিলো সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ২০ Time View

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ১৮২টি মাদ্রাসা বাজেয়াপ্ত করে সেগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তান সরকার। আটক করা হয়েছে ১২১ জনকে।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইন প্রয়োগকারী সংস্থা বৃহস্পতিবার ১২১ জনকে আটক করেছে। একই সঙ্গে ধর্মীয় স্কুল, হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েছে সরকার।’

জঙ্গিদের প্রশ্রয় দেওয়ার ব্যাপারে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ অনেক পুরোনো। তাদের অর্থায়ন এবং সহযোগিতা করার ‘অপরাধে’ সম্প্রতি দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের কালো তালিকাভুক্ত হয়েছে।

ইইউ থেকে ওই ঘোষণার কয়েক দিন পর জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা পর ওই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক বিতর্কিত সংগঠন জইশ-ই-মোহাম্মদ। দেশটিতে এমন আরও কয়েকটি সংগঠনের বিচরণ আছে।

গত সপ্তাহে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী জানান, সরকার জঙ্গি নির্মূলে কঠোর অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রয়টার্স জানিয়েছে, বাজেয়াপ্ত প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা ছাড়াও ৩৪টি স্কুল, ১৬৩টি ওষুধের দোকান, ১৮৪টি অ্যাম্বুলেন্স এবং পাঁচটি হাসপাতাল রয়েছে। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের পাঁচটি অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ