1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

ভারতীয় পাইলটের মুক্তি প্রসঙ্গে মমতার টুইট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ১৯ Time View

ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আজ শুক্রবার (১ মার্চ) মুক্তি দেওয়া হবে- গতকাল বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এমন ঘোষণার পরপরই টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

টুইটে মমতা লেখেন ওই বৈমানিকের নিরাপদে দেশে ফেরার অপেক্ষা করছেন তিনি। তিনি লেখেন, ‘ওনার (অভিনন্দন বর্তমান) পরিবারের লোকজন এবং দেশের বাকি মানুষের মতো আমিও ওনার নিরাপদে দেশে ফেরার অপেক্ষা করছি।’

ভারতের সঙ্গে পাকিস্তানের গত কয়েক দিন ধরে যে ছায়াযুদ্ধ চলছে- তা নিয়ে মমতা জনসমক্ষে নিজের কোনো মতামত দেননি। পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর অভিযানের পর মমতা বাহবা দিয়েছিলেন, কিন্তু কোনো রাজনৈতিক মন্তব্য করেননি।

আজ অভিনন্দনকে নিয়ে টুইট করার পর উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং এই অভিযান নিয়ে অনেক প্রশ্ন তোলেন।

‘কতজন মারা গেছেন ওখানে? কারা মারা গেছেন? ঘটনা কী ছিল? আমরা কেউ জানি না তা নিয়ে …দেশের মানুষ জানতে চায় কী হয়েছে- আজ শুক্রবার (১ মার্চ) কলকাতায় এসব প্রশ্ন তোলেন মমতা।

বালাকোটের ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে মমতা সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই টিভিতে শুনছি ৩০০ জন, ৩৫০ জন মারা গেছে। কিন্তু আসল ঘটনাতো জানতে পারিনি। কোথায় বোমা পড়েছিল? কি হয়েছিল?’

এইদিন মমতা পুলওয়ামা-তে ৪৪ সেনা সদস্যের মৃত্যুর জন্য দায়ী করেন নরেন্দ্র মোদি সরকারকে। তিনি প্রশ্ন করেন, ‘জাওয়ানরা কেন মারা গেলেন? গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কী খবর ছিল না?

মমতা বলেন, তিনি বিদেশি সংবাদমাধ্যম থেকে এ সংক্রান্ত খবর জানতে পেরেছেন। তবে সেখানে যা দাবি করা হচ্ছে তা সব ঠিক নয়। ‘বোমাগুলো কী ঠিক জায়গায় পড়েছিল?- প্রশ্ন করেন মমতা।

মমতা আরো বলেন, ‘যা-ই ঘটুক না কেন তিনি সব সময় দেশের সামরিক বাহিনীর সঙ্গে আছেন। তবে সামরিক বাহিনী নিয়ে রাজনীতি চাই না, যুদ্ধও চাই না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যুদ্ধ করার বিরুদ্ধে আমরা। আমরা শান্তি চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ