1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

টেকনাফে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪০ Time View

কক্সবাজারের টেকনাফে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে জেলা পুলিশের তত্ত্বাবধানে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ১০২ জন ইয়াবা কারবারিরা আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে।

জানা গেছে, আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কক্সবাজার ৪টি আসনের সংসদ সদস্যরা।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে কক্সবাজার পুলিশের হেফাজতে থাকা শতাধিক ইয়াবা কারবারিদেরকে কড়া পাহাড়ার মধ্যে দিয়ে বাসযোগে অনুষ্ঠানস্থলে আনা হয়। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ইয়াবা তুলে দিয়ে আত্মসমর্পণ করবেন। এ সময় মাদক কারবারিরা ইয়াবা ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করবেন। অনুষ্ঠান শেষে আত্মসমর্পনকারীদের পুনরায় কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে মাদক নির্মূলে ইয়াবা কারবারিদের স্বাভাবিক জীবনে ফিরে আসা ও পুনর্বাসনে সরকার উদ্যোগ নেবে এমন ইঙ্গিত আসে সরকারের শীর্ষ পর্যায় থেকে। এরপরে জানুয়ারির মাঝামাঝি থেকে আত্মসমর্পণের জন্য ইয়াবা কারবারিরা কক্সবাজারে সেফহোমে জড়ো হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ