1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনুকূল পরিবেশ বিরাজ করছে: ড. সালেহউদ্দিন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত : নৌপরিবহন উপদেষ্টা হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি : মাহফুজ আলম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে : সালাহউদ্দিন আহমদ হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ ওসমান হাদিকে গুলির ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে না : সিইসি বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুল্যান্স

কালনী এক্সপ্রেস এখন সুরমার তীরে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২
  • ৮২ Time View

‘ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই?’ এই ট্রেনের বাড়ি সিলেট। সিলেটের সুনামগঞ্জের বয়েচলা স্রোতসিনী কালনী এবার ট্রেন হয়ে প্রতিক্ষার অবসান ঘটালো সিলেটবাসীর। কবি শামসুর রহমানের কবিতার মতো ‘ঝক ঝক ঝক ট্রেন চলেছে রাত দুপুরে অই’- এভাবেই রাত ৯ টা ১০ মিনিটে সিলেটে এসে পৌঁছলো ‘কালনী এক্সপ্রেস’।

হাসিমুখে যাত্রীরা নেমে আসলেন। রজনীগন্ধা ফুলের সৌরভ ছড়িয়ে তাদের অভিনন্দন জানালেন নগরপিতা বদর উদ্দিন আহমদ কামরান।

সিলেট-ঢাকা রুটে যাত্রা শুরু হলো ‘কালনী এক্সপ্রেস’ নামের নতুন আন্তঃনগর ট্রেন। মঙ্গলবার বিকেল ৩ টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে ৬ ঘন্ঠা সময় পেরিয়ে সিলেট রেল স্টেশনে এসে পৌঁছলো। কমলাপুর রেলস্টেশনের এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের।

‘কালনী এক্সপ্রেস’ ট্রেনটি সিলেট এসে পৌছলে উৎসবের আমেজে তাকে বরণ করে নেয়া হয়। ‘একটু জিরোয়, ফের ছুটে যায়/ মাঠ পেরুলেই বন/ পুলের ওপর বাজনা বাজে/ ঝন ঝনাঝন ঝন।’ ঘন্টা ধ্বনি বাজিয়ে সিলেট রেলস্টেশনে ট্রেনটি যখন আসে তখন বিপুল উৎসাহে আর উল্লাসে তাকে স্বাগত জানান নগরবাসী।

এ নিয়ে সিলেট-ঢাকা রুটে ট্রেনের সংখ্যা দাঁড়ালো চার টিতে। শত শত মানুষ ট্রেনটি প্রথম আগমন দেখতে ভীড় করেন সিলেট রেলস্টেশনে। আধঘন্টা আগ থেকে উপস্থিত হন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি।

ট্রেন থেকে নামতে প্রথমেই পা বাড়ান সিলেট সদর উপজেলা শিক্ষা শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। ঢাকা থেকে সিলেট স্টেশনে নেমেই তিনি জানান, দীর্ঘ ২৫ বছরের ট্রেন ভ্রমনে এই প্রথম কোনো ট্রেনে নির্ধারিত সময়ে তিনি গন্তব্য স্থলে এসে পৌঁছলেন। এই ট্রেনের যাত্রা তার খুব ভাল লেগেছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এ প্রতিবেদকের কাছে।

তিনি বাংলানিউজকে জানান, ঢাকা থেকে সোজা শায়েস্তাগঞ্জ এসে প্রথম থামে ট্রেনটি। ৩ মিনিট পরে রওয়ান হয় সিলেটের উদ্দেশ্যে। নির্ধারিত সময়েই এসে পৌঁছে সিলেট। তার জীবনে ঠিক সময়ে এই ট্রেনটি প্রথম দেখলেন এমন বিস্ময় আবারও ব্যক্ত করেন তিনি।

ঢাকা থেকে আসা গোলাপগঞ্জের ষাটোর্ধ বৃদ্ধা জহুরা জবীন চৌধুরী জানান, ‘খুব আনন্দের সাথে তিনি ‘কালনী এক্সপ্রেস’-এ সিলেট এসে পৌঁছলেন। এই ট্রেনটির সেবার মান অনেক উন্নত বলেও জানালেন তিনি।

যাত্রীদের অভিনন্দন জানানোর পর স্টেশনে মেয়র কামরান সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিলেটবাসীকে ট্রেন দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। সেই সাথে এই ট্রেনের সেবা নিয়ে তিনি আশাবাদী রয়েছেন।

মেয়র কামরান বলেন, আখাউড়া সিলেট রুটে রেললাইনে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানেও সরকার কাজ করবে বলে জানান।

এসময় সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেটে ‘কালনী এক্সপ্রেস’ নামের নতুন ট্রেন দিয়ে এই সরকারের আরেকটি প্রতিশ্রুতি বাস্তাবায়ন হলো। এই সরকার উন্নয়নের সরকার জনগণের সরকার জানিয়ে তিনি বলেন, সিলেটবাসী ও  প্রবাসীদের সাথে বঙ্গবন্ধু সম্পর্ক ছিল। যোগাযোগের উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনা সেই সম্পর্ক আরো সদৃড় করলেন বলে মন্তব্য করেন তিনি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকেল ৩ টায় ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে সিলেটের উদ্দেশ্যে। নির্ধারিত সময় রাত ৯ টা ১৫ মিনিটের দুই মিনিট আগেই সিলেট রেলস্টেশনের কূলে এসে পৌঁছায় ‘কালনী এক্সপ্রেস’  বুধবার সকাল ৬ টা ৪০ মিনিটে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। সেখানে পৌঁছবে বেলা ১ টায় ।

১২টি কামরা বা বগি সংবলিত নতুন ট্রেনটিতে ৪ ক্যাটাগরিতে আসন রয়েছে। ১টি প্রথম শ্রেণী, ১২টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকোচ, ৩টি শোভন চেয়ার কোচ, ৩টি শোভন, ১টি খাবার গাড়ী, ১টি পাওয়ার কার ও ২টি গার্ড ভ্যান আছে।  সবমিলিয়ে রয়েছে ৫১৪ টি আসন।

‘কালনী এক্সপ্রেস’-এর পরিচালক খবির উদ্দিন আহমদ জানান, ট্রেনটি ৫ টি স্টেশনে থেমেছে। মাইজগাঁও, কুলাউড়া, শায়েস্তগঞ্জ, শ্রীমঙ্গল ও ঢাকা বিমানবন্দরের পরেই হবিগঞ্জের শায়েস্থাগঞ্জ এরপর শ্রীমঙ্গল, কুলাউড়া এবং মাইজগাঁও থামে। এরপর গন্তব্যস্থল এই সিলেট এসে পৌঁছায়।

তিনি আরো জানান, কোনো রকম বাঁধাবিপত্তি ছাড়াই যাত্রীরা স্বাচ্ছন্দের সাথে ট্রেন ভ্রমন শেষে সিলেট এসে পৌঁছান। ট্রেনটি এভাবে চললে ট্রেনের যাত্রী সংখ্যা বাড়বে। জনপ্রিয় হবে ট্রেন ভ্রমন বলেও মন্তব্য ট্রেনটির এই পরিচালকের।

‘কালনী এক্সপ্রেস’-এর আরেক পরিচালক এম আর চৌধুরী জানান, ট্রেনটি পুরাতন বগি নতুন করে লাগানো হলেও ট্রেনটি খুব ভাল। প্রথমদিনেই পুরো ট্রোনেই যাত্রী বোঝাই ছিল।

নতুন এই ট্রেনে সিলেটে আসেন সিলেট রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সেলিম হোসেন। তিনি জানান, অনেক সাধ ছিল এই ট্রেন চড়বার। শুরুতেই সেই সাধ পুরণ হলো। নির্ধারিত সময়ে এভাবে ট্রেন চললে ট্রেন লাভজনক হবে বলে জানান তিনি। সিলেটবাসীকে এই ট্রেন দেয়ার জন্য সরকাকেও অভিনন্দন জানান তিনি।

এদিকে নতুন ট্রেন দেখার জন্য সাধারণ মানুষের পাশাপাশি সংবাদকর্মীদেরও উপসিস্থিতি ছিল লক্ষণীয় । স্টেশনে উপস্থিত একজন সংবাদকর্মী ও কিশোরকলি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক মো. মনজুর আলম জানান, ট্রেনের নিয়মিত সমস্যাগুলো সমাধান হলে ট্রেন জনপ্রিয় হবে। ট্রেনে ভবঘুরে ছদ্মবেশী ও ভিক্ষুকদের উৎপাত বন্ধ করতে জিআরপি পাশাপাশি যাত্রীদেও নিরাপত্তা দিলে এটি খুবই জনপ্রিয় বাহন হবে।

সিলেট রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, নতুন ট্রেন চালু হওয়ায় বাড়তি সেবা দেয়ার সুযোগ এসেছে।’

প্রবীণ রাজনীতিবীদ সুরঞ্জিত সেনগুপ্ত  রেলমন্ত্রী নিযুক্ত হওয়ার পর বিজয়ের  ৪০ বছর পুর্তি উপলক্ষ্যে  গত বছরের ২২ ডিসেম্বর সিলেট সিটি পয়েন্টে আওয়্মীলীগ আয়োজিত এক জনসভায়  সিলেটবাসীর জন্য এ উপহার ঘোষণা করেছিলেন। নিজ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নামে তিনি এর নামও দিয়েছিলেন ‘কালনী এক্সপ্রেস’।

কিন্তু পরে ৭০ লাখ টাকাসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার এপিএস ওমর ফারুকের ধরা পড়ার ঘটনায় রেলমন্ত্রী থেকে পদত্যাগ করেন তিনি। পদত্যাগের পর তার এ ঘোষণার বাস্তবায়ন নিয়েও দেখা দেয় সংশয়।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। দায়িত্বগ্রহণের পরপরই তিনি ‘কালনী এক্সপ্রেস’ উদ্বোধনের দিনক্ষণ ঠিক করেন।

নতুন ট্রেনটির সময়সূচি সম্পর্কে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি প্রতিদিন সিলেট থেকে ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে এবং ঢাকায় পৌঁছবে দুপুর ১ টায়। আবার ঢাকা থেকে ছাড়বে বিকেল ৩ টায়, সিলেট এসে পৌঁছবে রাত ৯ টা ১৫ মিনিটে।

গন্তব্যস্থলে যাওয়া-আসার পথে ‘কালনী এক্সপ্রেস’ ৫ টি স্টেশনে থামবে। স্টেশনগুলো হলো- মাইজগাঁও, কুলাউড়া, শায়েস্তগঞ্জ, শ্রীমঙ্গল ও ঢাকা বিমানবন্দর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ