1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

ট্রাইবেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪১ Time View

রাশিয়ায় রাজধানী মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলায় কলম্বিয়াকে ট্রাইবেকারে হারিয়ে শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো হ্যারি কেইনের ইংল্যান্ড।

শুরু থেকেই দু’দল অাক্রমণাত্নক খেললেও তুলনামূলক ইংল্যান্ড বেশি সুযোগ সৃষ্টি করেছে। ম্যাচের প্রথম সুযোগটা কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। কিরান ট্রিপিয়ারের ক্রসে কঠিন কোণ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি হ্যারি কেইন।

আক্রমণে ইংল্যান্ড এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোল করার তেমন ভালো সুযোগ আসেনি। বরং মাঠে উত্তেজনা ছড়িয়েছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে রেষারেষিতে। এমন এক ঘটনায় জর্ডান হেন্ডারসনকে মাথা দিয়ে হালকা গুতো মেরে হলুদ কার্ড দেখেই পার পেয়ে যান উইলমার বাররিওস।

বিরতি থেকে ফিরে আক্রমণের মাত্রা বাড়িয়ে দেয় ইংল্যান্ড। একের পর এক আক্রমণ করে গোলের সুযোগ সৃষ্টি করে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধেও চলে দুই দলের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি আর জড়াজড়ি। কেইনের ওপর পেছন থেকে অযথা চড়াও হয়ে ইংল্যান্ডকে পেনাল্টি উপহার দেন কার্লোস সানচেস, দেখেন হলুদ কার্ড। ৫৭তম মিনিটে ওই স্পটকিক থেকে ঠাণ্ডা মাথায় টুর্নামেন্ট নিজের ষষ্ঠ গোলটি করেন এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কেইন।

পাল্টা আক্রমণে ৮১তম মিনিটে একটি সুযোগ পেয়েছিলেন হুয়ান কুয়াদরাদো। কিন্তু সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে ডান দিকে ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন ইউভেন্তুসের এই মিডফিল্ডার।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে সমতা ফেরানো গোল। মাতেয়াস উরিবের জোরালো শট দারুণ নৈপুণ্যে কর্নারের বিনিময়ে সেভ করেছিলেন জর্ডান পিকফোর্ড। ওই কর্নার থেকেই লাফিয়ে ওঠা দীর্ঘদেহী ডিফেন্ডার ইয়েরি মিনার হেডে বল মাটিতে এক ড্রপ থেয়ে জালে পাঠান। গোললাইনে থাকা ট্রিপিয়ার বলে মাথা লাগিয়েও ফেরাতে পারেনি। ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।

সেখানেও কোনো দল গোল করতে না পারায় খেলা নিষ্পতির জন্য ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে ৪-৩ গোলে কলম্বিয়াকে পরাজিত করে ইংল্যান্ড।

এর আগে বিশ্বকাপে তিনবার টাইব্রেকারে গিয়ে তিনবারই হেরেছিল ইংল্যান্ড।

পেনাল্টি শ্যুটে ফালকাও গোল করার পর ভুল করেননি কেইনও। দ্বিতীয় শট জালে জড়ান কুয়াদ্রাদো, জড়ান র‌্যাশফোর্ডও। লুইস মুরেল তৃতীয় শটে পিকফোর্ডকে বোকা বানান। কিন্তু হেন্ডারসনের শট বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন অসপিনা।

কলম্বিয়ার উরিবের জোরালো শট লাগে পোস্টে। ট্রিপিয়ার গোল করে ফেরান সমতা।

কার্লোস বাক্কার শট ঠেকিয়ে দেন পিকফোর্ড। মাথা ঠাণ্ডা রেখে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে শেষ আগে তোলেন এরিক ডায়ার।

আগামী ৭ জুলাই কোয়ার্টার ফাইনালে সুইডেনের মোকাবিলা করবে ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ