1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন

সেরা বাঙালির সম্মাননা পেলেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মে, ২০১২
  • ৮৮ Time View

বিশ্বজোড়া বাঙালির ফের উৎকর্ষ-উদযাপন হলো শুক্রবার সন্ধ্যায়। ‘সেরা বাঙালি ২০১২’ সম্মান প্রদান অনুষ্ঠানে এক ঝাঁক বঙ্গসন্তানের কৃতিত্বকে কুর্নিশ জার্নাল স্টার আনন্দ।

আর বিশ্বে বিভিন্ন প্রান্তের বাঙালির সঙ্গে এই সম্মাননা ভাগ করে নিলেন বাংলাদেশ শুধু নয় এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সেরা বাঙালির সম্মান তুলে দেওয়া হলো সেসব কৃতিদের হাতে, যাঁরা নিজের পরিধির মধ্যে থেকেও কাজে, কর্মে, দক্ষতায়, সাফল্যে ছাপিয়ে গিয়েছেন অন্যকে।

সায়েন্স সিটি অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হয়। অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণ দেন স্টার আনন্দ, স্টার নিউজ, স্টার মাঝা গঠনকারী সংস্থা এমসিসিএস বোর্ডের চেয়ারম্যান তথা আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান অভীক সরকার।

অভ্যাগত, দর্শকদের স্বাগত জানিয়ে অভীক সরকার বলেন, প্রতি বছর সেরা বাঙালি বাছতে গিয়ে আমরা একটা সমস্যায় পড়ি। বাঙালির মধ্যে কৃতীর সংখ্যা কম, আবার কৃতীদের মধ্যে বাঙালির সংখ্যা কম। বাংলা ছবি যে কটা হিট করে, তার চেয়েও কম। সেরা বাঙালি বাছতে গেলে বোধহয় আমাদের দেড়শো বছর পিছিয়ে যেতে হবে। কিন্তু সেরা বাঙালিরা এখনও আছেন। ছড়িয়ে আছেন দেশজুড়ে, দুনিয়াজুড়ে। আজ এমন কিছু বাঙালিকে আমরা সম্মানিত করতে চাই, যাঁদের সম্মানিত করে আমরাও সম্মানিত বোধ করব।

এদিন `সেরা বাঙালি ২০১২`-র সম্মান তুলে দেওয়া হয় মোট দশ বিশিষ্টজনকে। আর `সেরার সেরা বাঙালি` বেছে নেওয়া হয় `পুওর ইকনমিক্স`-এর লেখক, এমআইটিতে অর্থনীতির অধ্যাপক অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে।

লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পেলেন বাংলা সাহিত্যের মেগাস্টার সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলা কবিতা, উপন্যাসের বৃক্ষে যিনি এখনও নতুন নতুন ফুল ফুটিয়ে যাচ্ছেন, সেই চির রোমান্টিক `নীললোহিত`-কে সারা জীবনের অবদানের জন্য বেছে নেওয়া হয়েছে। শিরোপাদনের পর ছিল সঙ্গীতের মূর্চ্ছনাও।

এদিন প্রথমেই অভিনয়ে জগত থেকে সেরা বাঙালিকে বেছে নেওয়া হয়। ওই বিভাগে সেরা সম্মান দেওয়া হয় অভিনেতা শুভেন্দু-পুত্র শাশ্বত চট্টোপাধ্যায়কে। পরিচালনায় `সেরা বাঙালি হলেন `অটোগ্রাফ`, `বাইশে শ্রাবণ`-এর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

ধুমকেতুর মতো গানের আকাশে ঢুকে পড়া `আমাকে আমার মতো থাকতে দাও` খ্যাত মনের গভীরে চলে যাওয়া অনুপম রায় হলেন সঙ্গীতের `সেরা বাঙালি`। ক্রীড়ায় `সেরা বাঙালি` হলেন মনোজ তিওয়ারি।

ওপার বাংলার থেকেও এক ক্রিকেটারকে এ বার ত্রীড়াক্ষেত্রের `সেরা বাঙালি` বেছে নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের সাকিব আল হাসান।

জনজীবনে অবদানের জন্য `সেরা বাঙালি` হলেন প্রাক্তন সাংবাদিক, সমাজকর্মী রুচিরা গুপ্ত। শিক্ষায় সেরা বাঙালি হলেন বিজ্ঞানী তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। বিজ্ঞানে সেরা বাঙালি হলেন বেঙ্গালুরুর ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সের জীববিজ্ঞানী সুমন্ত্র চট্টোপাধ্যায়।

বাণিজ্য ক্ষেত্রে সেরা বাঙালি হলেন নিজের খোলা সংস্থা ফিডব্যাক ইনফ্রার বিনায়ক চট্টোপাধ্যায়। আইআইএম আমদাবাদের এই প্রাক্তনী সায়েন্স সিটির এই নক্ষত্র সমুজ্জ্বল সন্ধ্যায় লক্ষ আরও ওয়াটের আশার আলো ছড়ালেন। শিল্পকলায় `সেরা বাঙালি` হলেন ছবি আঁকিয়ে, ছবির বিশিষ্ট শিক্ষক লালুপ্রসাদ সাউ। `সেরা বাঙালি ২০১২`-এর সেরা আবিষ্কার ভূতের ভবিষ্যত-এর জন্য বিশিষ্ট পরিচালক বিমল রায়ের নাতি অনীক দত্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ