শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর সিলেট মহানগর হাকিম আদালত-৩ ফয়জুলের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, জালালাবাদ থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম স্বপন আদালতে ফয়জুলের ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক হরিদাস কুমার তার আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ বিকেলে শাবিপ্রবির ক্যাম্পাসে অনুষ্ঠান চলার সময় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল হামলার শিকার হন। অনুষ্ঠানে তার পেছনে থাকা ফয়জুর রহমান ওরফে ফয়জুল নামের এক যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যার চেষ্টা চালায়।
এ সময় উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা ফয়জুলকে ধরে ফেলেন। এর পর পুলিশ তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।