দক্ষিণ সুদান জাতিসংঘের একটি বেতার কেন্দ্র বন্ধের ঘোষণা দেয়ায় সংস্থাটি শুক্রবার দেশটির সরকারের সাথে বৈঠক করেছে।
রেডিও মিরায়া বন্ধের সিদ্ধান্তটি দক্ষিণ সুদানের সংবাদ পত্রের স্বাধীনতার ওপর আরেকটি বড় ধাক্কা। দেশটিতে বিদেশী সাংবাদিকদের বহিষ্কার করা হয়েছে এবং কর্তৃপক্ষ এখন অন্যান্য গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করতে চাইছে।
খবর এএফপি’র।
দক্ষিণ সুদানের গণমাধ্যম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রধান এলিজাহ আলীয়ের বলেন, ‘দেশের আইন মান্য না করায় রেডিও মিরায়াকে এর সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।’
এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, এ ব্যাপারে দক্ষিণ সুদান কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।