আগেই জানা গিয়েছিল, টি-টুয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে ফিরছেন না। আর চোটের কারণে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে শেষপর্যন্ত খেলননি তামিম ইকবাল। তবে কোন পরিবর্তন না এনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এই সিরিজের দলে বাংলাদেশ দল ছয় নতুন মুখ দেখেছে। যাদের মধ্যে চারজনেরই অভিষেক হয়েছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে। সে ম্যাচে ত্রিদেশীয় ও টেস্ট সিরিজে বাদ পড়া ওপেনার সৌম্য সরকার ও মুশফিকুর রহীমের ফিফটিতে নিজেদের সর্বোচ্চ ১৯৩ রান সংগ্রহ করে টাইগাররা। তবে বোলারদের ব্যর্থতায় ৬ উইকেটে তারা শ্রীলঙ্কার কাছে হেরেছে ম্যাচটি।
ত্রিদেশীয় ও টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে হারের পর টি-টুয়েন্টি সিরিজেও হারের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে সিলেতে শেষ ম্যাচে জিততেই হবে টাইগারদের।
দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচের দল :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার রনি, আবু জায়েদ, আরিফুল হক, মেহেদী হাসান, জাকির হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু।