1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

বিকালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৪৬ Time View

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দেশের মাটিতে বছরের শুরুটা ভালোভাবেই করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে খারাপটাও দেখে ফেলেছে টাইগাররা। আজ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৫টায় মুখোমুখি হবে দুই দল।

তবে ম্যাচ খেলতে নামার আগেই বাংলাদেশের শিবিরে ধাক্কা দিয়েছে ইনজুরি। টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আগেই। আর দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও পেয়েছেন চোট। প্রথম টি-টুয়েন্টিতে দুজনের খেলা নিয়েই রয়েছে শঙ্কা। এই সিরিজেও ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য এই দুজনের জন্য অপেক্ষা করার কথা বলেছেন।

মুশফিক খেলতে না পারলে টপঅর্ডারে উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন থাকবেন পছন্দের তালিকায়। মারদাঙ্গা ব্যাটিংয়ে দারুণ পোক্ত জাকির হোসেনও থাকতে পারেন অভিষেকের অপেক্ষায়। বিপিএলে রাজশাহী কিংসের হয়ে মুশফিকের জায়গায় উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন এই জাকিরই।

টেস্ট-ওয়ানডের ব্যর্থতার বলয় থেকে বের হতে না পারা সাব্বির রহমান চাইবেন এই সিরিজে নিজেকে মেলে ধরেতে। ডানহাতি এই ব্যাটসম্যানের প্রিয় ফরম্যাটও এটাই। তাঁর ব্যাটে ভর করেই বছর দুই আগে এশিয়া কাপের মঞ্চেই বাংলাদেশ পরাজিত করেছিল লঙ্কানদের। ৮০ রানের ইনিংসে সাব্বিরই ছিলেন ম্যাচসেরা খেলোয়াড়।

১৬ সদস্যের দলে আগে থেকেই ছিল নতুন মুখের আধিক্য। প্রথম ওয়ানডেতে মাঠের নামার আগে তাই তারুণ্যনির্ভর দল গড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।

টি-টুয়েন্টিতে দুদলেরই সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ নয়। গত বছর ৭টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ১টিতে। আর ১৫ ম্যাচে মাত্র ৫টিতে জিতেছে শ্রীলঙ্কা। সর্বশেষ ৮ ম্যাচেই হেরেছে তারা।

নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার মাটিতে দলটিকে হারিয়েছিল বাংলাদেশ। এটি কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে রাখবে বাংলাদেশকে। তবে, বাংলাদেশকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরিজ জেতা শ্রীলঙ্কা চায় টি-টুয়েন্টিতেও জয় পেতে। এমনটাই আভাস দিয়েছেন লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। দেশের মাটিতে বছরের শুরুতে অন্তত একটি সিরিজ জিততে পারে কিনা বাংলাদেশ সেটাই এখন লক্ষ্য করার বিষয়।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও আবু হায়দার রনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ