1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

বরিশালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মে, ২০১২
  • ৮৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিভাগ থেকে সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, বরিশালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করার সময় ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সকাল ১০টা ৩৮ মিনিটে বরিশাল জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফল ওয়েবসাইটে প্রকাশের করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।

বরিশাল জিলা স্কুল মিলনায়তনে আয়োজিত ভিডিও কনফারেন্সে বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরণ, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরীক্ষার্থীদের পক্ষে জিলা স্কুলের ছাত্র শাহেন শাহ রিয়াজ কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন বলেই আজ আমরা তৃণমূল থেকে আপনার সঙ্গে কথা বলতে পারছি।’

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মানিছা জাহান বলেন, ‘আপনি উদ্যোগ নিয়েছিলেন বলেই আমরা বছরের শুরুতেই নতুন বই পেয়েছি, তাই আমরা আপনাকে ভালো ফলাফল উপহার দিতে পেরেছি’।

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাইফুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে দোয়া চেয়ে বলেন, ‘আপনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা দেশ গড়ার কারিগর হতে চাই’।

ওই তিন শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে।

শিক্ষার্থীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, ‘বরিশাল একসময় শস্যভা-ার হিসাবে খ্যাত ছিল। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দায়িত্ব বর্তমান সময়ের শিক্ষার্থীদেরই নিতে হবে।’

এর আগে প্রথমেই বরিশাল বোর্ডের পুরো ফল প্রধানমন্ত্রীকে জানিয়ে বক্তৃতা করেন জেলা প্রশাসক এসএম আরিফ-উর-রহমান।

পরে পর্যায়ক্রমে মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনীম, জেলা স্কুলের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনসুর আলী, বরিশাল টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক সেলিম মৃধা প্রধানমন্ত্রীর সঙ্গে  ভিডিও কনফারেন্সে অংশ নেন।

প্রায় ২০ মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশাল জেলা স্কুল মিলনায়তনে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর এ ভিডিও কনফারেন্সকে কেন্দ্র করে বরিশালের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ