অস্ট্রেলিয়ার উলুরুর কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নর্দান টেরিটোরি পুলিশ বৃহস্পতিবার নিশ্চিত করে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছয়টায় উলুরু থেকে ১.৫ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
উলুরু বিশ্বের সবচেয়ে বড় পাথুরে অঞ্চল। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
উলুরুতে সুর্যাস্ত উপভোগ করতে হেলিকপ্টারে করে চার পর্যটক সেখানে যাচ্ছিল। এই দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও এক যাত্রী গুরতর আহত হয়েছে।
শুক্রবার রয়েল অ্যাডেলেইড হাসপাতালে আহতদের ভর্তি করা হয়।
অ্যালিস স্প্রিংসে অপর দুই জন চিকিৎসা নিচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
অ্যালিস স্প্রিংস হাসপাতালের এক মুখপাত্র জানান, সেখানে ভর্তি দুইজনের মধ্যে একজনের একাধিক হাড় ভেঙ্গে গেছে। অপরজনকে সতর্কতামূলক পর্যবেক্ষণে রাখা হয়েছে।