মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের মেয়াদকালে শারীরিকভাবে সুস্থ্য থাকবেন বলে আশা করছেন তার চিকিৎসক।
মঙ্গলবার প্রকাশিত প্রথম স্বাস্থ্য পরীক্ষার সম্পূর্ণ প্রতিবেদন অনুযায়ী ‘তার কোন স্বাস্থ্যগত জটিলতা নেই।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্পের সমালোচকরা তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলায় এবং চলতি মাসের গোড়ার দিকে তাকে নিয়ে লেখা একটি বইয়ে অবশিষ্ট মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালনে তার শারীরিক যোগ্যতা নিয়ে সন্দেহের প্রেক্ষাপটে প্রতিবেদনটি প্রকাশিত হল।
গত সপ্তাহের স্বাস্থ্য পরীক্ষার পর হোয়াইট হাউস ব্রিফিংকালে চিকিৎসক রনি জ্যাকসন বলেন, ‘পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট স্বাস্থ্য ভাল আছে এবং তার মেয়াদকালে তিনি সুস্থ থাকবেন বলেই আশা করছি।’
এ সময় ৭১ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্যকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করা হয়।
সম্প্রতি ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা দেখা দেয়। এর ফলে তার স্বাস্থ্য পরীক্ষা করার অনুরোধ জানানো হয়। আর এতে তিনি দারুণভাবে উৎরে গেলেন।