২০০ কোটি টাকা জরিমানায় দেউলিয়ার পথে অটবি!
অটবির মালিকানাধীন কোয়ান্টাম পাওয়ার সিস্টেম’র (কিউপিএস) ভেড়ামারা ও নোয়াপাড়া রেন্টাল পাওয়ার প্লান্টের ২০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। সময়মতো উৎপাদনে না আসায় এ জরিমানার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ৬৩ কোটি টাকা জরিমানা গুনেছে অটবি।…