1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

প্রেমের জ্ঞান দিচ্ছেন ‘আশিকি’র শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০১৩
  • ১২৩ Time View

Shraddha-Kapoorআশিকি ছবিতে জমিয়ে প্রেম করার পর থেকেই শ্রদ্ধা কাপুরের মনটা কেমন যেন ফুরফুরে হয়ে উঠেছে৷ যেখানেই যাচ্ছেন প্রেম নিয়ে লোকজনকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন৷লোকজন তো শ্রদ্ধার মুখের উপরেই বলে ফেলছেন হল কি? প্রেমে পড়লেন নাকি? তবে স্মার্ট মেয়ে শ্রদ্ধার সহজ উত্তর৷ আমি তো প্রেমে পড়েই আছি৷সেই ছোটবেলা থেকে৷

কাণ্ডটা হল, বেশ কিছুদিন ধরেই শ্রদ্ধা কাপুরকে নিয়ে বলিউডে জলঘোলা৷আশিকি টু-য়ের নায়ক আদিত্য রয় কাপুরের সঙ্গে খুব ঘন ঘনই শহরের নানা জায়গায় দেখা যাচ্ছিল শ্রদ্ধা৷নিন্দুকেরা তো বলেই ফেলেছেন, রিল থেকে রিয়েল লাইফে নেমে এসেছে আশিকি টু-এর আশিকিপনা৷

কিন্তু বাস্তবে গপ্পটা পুরো উলটো৷শ্রদ্ধা জানিয়েছেন আদিত্য রয় কাপুরের সঙ্গে কোনও প্রেমের সর্ম্পকই নেই৷তা হঠাৎ প্রেম নিয়ে এত ক্ষেপলেন কেন সুন্দরী? শ্রদ্ধার উত্তর, এই সব কাণ্ড শুরু হয়েছে আমার লুক চেঞ্জ করা নিয়েই৷শ্রদ্ধা জানিয়েছেন ফেস্টিভ সিজন তাই লুক চেঞ্জ৷ প্রেম, ঠেম কিছুই না! আপাতত বয় ফ্রেন্ড, টয় ফ্রেন্ড নয় নিজেকেই নিজে ভালবাসছেন শ্রদ্ধা৷

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ