রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার শনির আখড়ায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় জামায়াত ও শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে।
সোমবার সকাল ৭টার দিকে শনির আখড়ার সনেরটেক মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ৪০ থেকে ৫০ জন জামায়াত-শিবিরকর্মী জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় পুলিশ ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শিবির কর্মীদের ইট পাটকেলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত গাড়ির কাঁচ ভেঙে যায়।
যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় সন্দেহজনকভাবে ৩ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
তবে আটককৃত ৩ জন জামায়াত ও শিবিরের কর্মী কিনা এ ব্যাপারে ওসি নিশ্চিত নন বলে জানিয়েছেন।