ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সেঞ্চুরিম্যান শচীন টেন্ডুলকার। এ মৌসুমে ব্যাটিং জিনিয়াসের বদলে মুম্বাইকে নেতৃত্বে দেবেন হরভজন সিং।
মুম্বাই ইন্ডিয়ান্স সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলের পরিচালকমন্ডলীর সঙ্গে আলোচনার পর অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন টেন্ডুলকার।
দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে টেন্ডুলকার বলেন, ‘আমার মনে হয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব থেকে বিশ্রাম নেওয়া প্রয়োজন। দলের মালিক মুকেশ আম্বানি ও নিতা আম্বানির সঙ্গে আলোচনার পর হরভজনের কাছে দায়িত্ব অর্পণ করেছি।’
অধিনায়কত্ব পাওয়ার পর হরভজন বলেন,‘দলের দায়িত্ব নেওয়ার জন্য আমার সঙ্গে কথা বলেছিলেন শচীন। আমি অত্যন্ত সম্মান বোধ করছি যে তারা আমার উপর আস্থা রেখেছেন। শচীন এবং নিতা ভাবিকে ধন্যবাদ।’