জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষে ১৩ নভেম্বর জাতিসংঘের মহাসচিবের কাছে স্মারকলিপি দিবে ক্যাম্পেইন ফর সাস্টেইনেবল রুরাল ডেভলপমেন্ট (সিএসআরএল)।
আগামী ১৩ নভেম্বর জলবায়ু পরিবর্তনের শিকার ২৭টি দেশের সমন্বয়ে গঠিত ‘ভালনারেবল ফোরাম’র এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন মহাসচিব বান কি মুন।
ডিসেম্বরে আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ব্যাপারে চূড়ান্ত দিক-নির্দেশনা দাবি করে পরিবেশবাদী এ সংগঠনটি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যূত মানুষজনকে ‘জলবায়ু অভিবাসী’ হিসেবেও স্বীকৃতি দেয়ার দাবি জানাবে ওই স্মারকলিপিতে।
এ বিষয়ে এ মাসের ১৩-১৪ নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ক্ষতিগ্রস্ত’ দেশগুলোর সম্মেলেন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করা হয়েছে।
এর অংশ হিসেবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পোস্টকার্ড স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার একই স্থানে সংগঠনটি অভীবাসী স্বাক্ষ্যগ্রহণ, মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করবে। এবং সর্বশেষ ১৩ নভেম্বর ঢাকায় জাতিসংঘের মহাসচিব বান কি মুনের হাতে স্বাক্ষরিত পোস্টকার্ড ও স্মারকলিপি দিবে সংগঠনটি।